বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করায় আট বাংলাদেশিকে আটক করেছে সৌদি আরব পুলিশ।
গত ১৬ আগস্ট সৌদি আরবের মাহাইলে অনুষ্ঠিত দোয়া মাহফিল কয়েকটি দলের সমর্থক প্রবাসীরা অংশ নেন। সভার শেষের দিকে আয়োজক আট বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় সৌদি আরবের মাহাইল পুলিশ।
সৌদি পুলিশের হাতে আটক হওয়া সেই প্রবাসী বাংলাদেশিরা হচ্ছেন- চট্টগ্রামের রহমতুল্লাহ, সেলিম ইসলাম, খলিলুর রহমান, জয়নাল আবেদীন, মাওলানা ইউসুফ, ওমর ফারুক ও বান্দরবানের মো. আশরাফুল ইসলাম।
আটক বাংলাদেশিদের মুক্তির জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও কোনো সমাধান পাননি ভুক্তভোগীর পরিবার ও আত্মীয়-স্বজনরা। এখন তারা সরকারের সহায়তা চাচ্ছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের পক্ষে নুরুল কবির বলেন, সরকার চেষ্টা করলেই কেবল আটককৃতদের মুক্তি সম্ভব।
অন্যথায় সৌদি আরবের পুলিশ তাদের মুক্তি দিবে না। তাই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চাইছেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post