যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাডুবিতে ১০ নারীসহ ১২ জনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে অন্তত ৫২ জনকে জীবিত উদ্ধার করেছে ফ্রান্সের কোস্টগার্ড। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার উত্তর ফ্রান্সের ক্যাপ গ্রিস-নেজ উপকূলে নৌকাটি ডুবে যায়। তবে নৌকাটিতে কতজন আরোহী ছিলেন সে সংখ্যা নিশ্চিত করা হয়নি।
এখনো অনেকেই নিখোঁজ রয়েছে জানিয়ে, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্ধার অভিযান চলছে। মোতায়েন করা হয়েছে ৩টি হেলিকপ্টার, ২টি মাছ ধরার জাহাজ ও ২টি নৌকা।
চলতি বছরে এখন পর্যন্ত ইংলিশ চ্যানেলে এটিই সবচেয়ে বড় হতাহতের ঘটনা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পাড়ি দিয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post