দেশে ফেরার দিনই সৌদি আরবে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে মহিউদ্দিন চৌধুরী বাবর (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মহিউদ্দিন চৌধুরী বাবর লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মৃত শামসুল ইসলামের দ্বিতীয় পুত্র।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে জেদ্দার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন জানান, প্রায় ১ বছর পূর্বে মহিউদ্দিন চৌধুরী বাবর জীবিকার তাগিদে সৌদি আরব যান। সেখানে তিনি থাই এলুমিনিয়াম ও গ্লাস ফিটিংয়ের কাজ করতেন। কিছুদিন যাবত তিনি ঠান্ডা, শ্বাসকষ্ট ও ডায়াবেটিকসহ নানা রোগে আক্রান্ত হন।
সেজন্য তিনি দেশে ফেরার প্রস্তুতিও নিয়েছিলেন। আজ মঙ্গলবার তিনি দেশে ফেরার কথা ছিল। কিন্তু গত রোববার তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখানকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইউপি সদস্য আরও জানান, মহিউদ্দিন চৌধুরী বাবরের মরদেহ দেশে আনা কিংবা সেখানে দাফনের ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা করা হবে।
এদিকে, মহিউদ্দিন চৌধুরী বাবরের মৃত্যুর খবরে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post