সর্বশেষ

কাবা ইমামের বাংলাদেশের বন্যাকবলিত মানুষের জন্য দোয়া

কাবা ইমামের বাংলাদেশের বন্যাকবলিত মানুষের জন্য দোয়া

পবিত্র কাবা শরীফের ইমাম, হারামের সিনিয়র মুহাদ্দিস ও মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন, বিশ্ববিখ্যাত আলেম, শায়েখ ড. হাসান আল বুখারী হাফি’র আমন্ত্রণে গতকাল শুক্রবার আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা মহাসচিব, বিশ্ববরেণ্য আলেম ও ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ ওনার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের এক গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার কথা।

কাবা ইমামের বাংলাদেশের বন্যাকবলিত মানুষের জন্য দোয়া

সাক্ষাতের সময়, শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বাংলাদেশের বন্যাকবলিত মানুষের জন্য পবিত্র কাবা শরীফের ইমামের কাছে দোয়া ও সমবেদনা জানান। ইমামও বাংলাদেশের জনগণের জন্য দোয়া করেন এবং তাদের দুঃখে সঙ্গী হওয়ার আশ্বাস দেন।

এ সময় তিনি বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর নেন, বন্যা ও আহত-নিহত মানুষদের সার্বিক পরিস্থিতি জেনে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনার সাথে দোয়াও করেন।

এ সময় সাক্ষাতে উপস্থিত ছিলেন মিশরের বিখ্যাত শায়েখ মোস্তফা আল বাসরতী ও কাতারের ইমাম শায়েখ সাইয়্যেদ মাহফুজ প্রমুখ।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup