বাংলাদেশে এক হাজার টাকার নোট বাতিলের বিষয়টি সম্প্রতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা এই বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের মতে, এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া উচিত নয়।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা ও কানাডার রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থ উপদেষ্টা।
এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে জানতে চাইলে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এগুলো নিয়ে হ্যাঁ বা না কিছুই বলা ঠিক না। আমরা বলি এটা থাক। এটা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না।
আপনি কি বলছেন এটি গুজব– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার দিক থেকে কিছু বলিইনি। সুতরাং গুজব আমি কমেন্ট করব না। এটি বাংলাদেশ ব্যাংকের ব্যাপার।
সম্প্রতি বাংলাদেশের অর্থ উপদেষ্টা চীনের সাথে সর্বশেষ জুলাইয়ে স্বাক্ষরিত চুক্তিগুলোর ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, সেগুলো নিয়ে আলোচনা হয়নি। এটি হাই লেভেলে আলোচনা করব। আমরা বাতিলও করিনি, কিছু করিনি। এগুলো নিয়ে কেবিনেটে আলোচনা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post