লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক ছাত্রদল নেতাকে চাঁদাবাজির অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিবের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১৮ লাখ টাকা চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাবিবের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কোনো জবাব দিতে ব্যর্থ হওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, হাবিব উত্তর চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রবাসী জাকির হোসেন হোনারের স্ত্রী রেহানা বেগমের কাছ থেকে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। এছাড়া, তিনি রেহানা বেগমের বাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার মাকে নির্যাতনের হুমকি দিয়েছিলেন।
এদিকে দলীয় সূত্র জানায়, এই ঘটনার পর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবদুল্লাহ আল রহমান রিফাতের নির্দেশে হাবিবকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি কোনো জবাব দিতে ব্যর্থ হওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এই ঘটনার পর লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাদের কার্যকলাপ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই দাবি করছেন যে, এই ধরনের ঘটনা দলের ভাবমূর্তি নষ্ট করছে।
এদিকে প্রবাসীর স্ত্রী রেহানা বেগম জানান, আদনান হাবিব লোকজন নিয়ে গতকাল শুক্রবার সকালে তার বাড়িতে হামলা চালিয়ে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দিলে প্রকাশ্যে মা-মেয়েকে নির্যাতনের হুমকিও দেয় আদনান হাবিব। এতে তারা আতঙ্কিত হয়ে পরেন।
এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা আদনান হাবিবের মোবাইলফোনে কল দিলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post