আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে কোনো বিবৃতি দেননি। তার নামে যে বিবৃতিটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। গতকাল রোববার নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন দাবি করেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
জয়ের দাবি, ঢাকা ছাড়ার আগে ও পরে এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি। সংবাদমাধ্যমে শেখ হাসিনার প্রকাশিত বিবৃতি পুরোপুরি ভুয়া ও বানোয়াট। মায়ের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়ে এক্স-এ স্ট্যাটাস দিয়েছেন জয়।
জয় পোস্ট-এ লিখেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়; যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি মায়ের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো ধরণের বিবৃতি দেননি।
এর আগে, গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান। আপাতত তিনি ভারতেই অবস্থান করছেন এবং দীর্ঘ সময় তার সেখানে থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টে বলা হয়, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনো ক্ষমতায় থাকতে পারতাম।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু আমি তার অনুমতি দেইনি। আমি এখনো দেশে থাকলে আরো অনেকে প্রাণ হারাতো, আরো অনেক সম্পদ নষ্ট হতো।’
বিবৃতিতে কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেছেন, ‘ইনশাআল্লাহ, শিগগিরই আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন। এরপর আপনারা আমায় চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি।’
শেখ হাসিনা আরো বলেন, ‘ আমার কর্মীরা সেখানে যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে। আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি, আমার কথা বিকৃত করা হয়েছে।’
এদিকে, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। তিনি আন্তর্জাতিক ও ভারতের সংবাদমাধ্যম গুলোতে একের পর এক সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন।
সম্প্রতি জয় বলেছেন, নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে। এমনকি রাজনীতিতে যোগ দেয়ার ব্যাপারেও তিনি প্রস্তুত বলে জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post