এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে শিশুসহ ২০৫ জন ভারতীয় নাগরিক নয়াদিল্লিতে ফিরে গেছেন। বুধবার সকালে ফ্লাইটটি নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে মঙ্গলবার রাতে এয়ার ইন্ডিয়ার এ-৩২১ বিমানটি ঢাকার বিমানবন্দরে পৌঁছায়।
বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এয়ার ইন্ডিয়ার বিশেষ ঐ ফ্লাইট ঢাকায় অবতরণ করে এবং খুব অল্প সময়ের মধ্যে ভারতীয় নাগরিকদের নিয়ে দিল্লিতে ফিরে যায়। বিশেষ ঐ ফ্লাইটটিতে ১৯৯ জন প্রাপ্তবয়স্ক এবং ছয় শিশু ছিল।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানায়, এয়ার ইন্ডিয়া বুধবার থেকে তার নির্ধারিত কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রতিদিন এয়ার ইন্ডিয়ার বিমান পরিচালিত হয়।
মঙ্গলবার প্রাথমিকভাবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের ফ্লাইট স্থগিত করেছিল। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে যে পরিস্থিতি চলছে; এ বিষয়টিকে কেন্দ্র করেই ভারতের এয়ার কোম্পানিগুলো তাদের বিমান ঢাকায় অবতরণ না করার সিদ্ধান্ত নেয়।
পরে মঙ্গলবার সন্ধ্যার পর তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং তাদের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ভিস্তারা এবং ইন্ডিগো সময়সূচি অনুযায়ী বাংলাদেশের রাজধানীতে তাদের পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post