সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাসভবনে আগুনের ঘটনায় ঘটনায় দুজনের ভস্মীভূত কঙ্কাল উদ্ধার হয়েছে।
রোববার (৪ আগস্ট) রাত ১১টার দিকে তাদের কঙ্কাল উদ্ধার হয়। এদের মধ্যে একজন শহরের জানপুর এলাকার ছাত্রলীগ কর্মী শাহিন বলে নিশ্চিত হওয়া গেছে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
এ নিয়ে জেলায় নিহতের সংখ্যা ২৭ জনে গিয়ে দাঁড়িয়েছে। সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার দুপুরের দিকে আন্দোলনকারীরা এমপি ড. জান্নাত আরা হেনরীর বাসায় হামলা করে। এ সময় বাসায় অবস্থান করা নেতাকর্মীরা বের হয়ে নিরাপদ স্থানে চলে যান। ছাত্রলীগ কর্মী শাহীন আহত হয়ে বাসার ভেতরে চলে যান। এর কিছুক্ষণ পর আন্দোলনকারীরা বাসায় আগুন ধরিয়ে দেয়। দিনভর দলের নেতাকর্মীসহ সবাই নিরাপদ দূরত্বে থাকার পর রাতে বাসায় গিয়ে দুজনের কঙ্কাল দেখতে পান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post