দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আজ রোববার (৪ আগস্ট) রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে বাংলাদেশের প্রধান বিচারপতি যে কোনো সময় যে কোনো আদালত/ট্রাইব্যুনালকে বিচারকার্য পরিচালনার আদেশ প্রদান করবেন।
এক্ষেত্রে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বরত থাকবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post