চলমান কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে পা রেখেছে কলম্বিয়া।
ম্যাচটিতে ১০ জনের দল নিয়েও উরুগুয়েনদের হারিয়ে দিয়েছে রদ্রিগেজ-দিয়াজরা। এই জয়ে ২৩ বছর পর ফাইনালে উঠলো নেস্টর লরেঞ্জোর শিষ্যরা।
বৃহস্পতিবার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। যেখানে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। ম্যাচটিতে একমাত্র জয়সূচক গোলটি করেছেন জেফারসন লের্মার।
এর আগে আসরের প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। এই জয়ে টানা দ্বিতীয়বার টুর্নামেন্টের ফাইনালে পা রাখে আলবিসেলেস্তেরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে যোগ দিলো কলম্বিয়া।
আগামী ১৫ জুলাই কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। জমজমাট ফাইনাল ম্যাচটি হবে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post