ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) কলকাতার সায়েন্স সিটি এলাকার একটি জলাশয় থেকে দাউদ হোসেন উপল (২৩) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
প্রগতি ময়দান থানা এলাকায় বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের ওই জলাশয়ে পড়ে ছিল উপলের মরদেহ। পুলিশ মরদেহের সঙ্গে থাকা নথি থেকেই তার পরিচয় জানতে পেরেছে।
উপল কীভাবে ওই এলাকায় গেলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং বাংলাদেশে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দাউদ হোসেন উপল ঢাকার বাসিন্দা। কিছুদিন আগে কলকাতায় যান। উপল কলকাতার নিউমার্কেট থানা এলাকার একটি হোটেলে উঠেছিলেন। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কেন বাংলাদেশ থেকে কলকাতায় যান তা-ও জানা যায়নি।
তবে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টার আগে হঠাৎ করে ওই জলাশয়ে ঝাঁপ দেন দাউদ হোসেন উপল। স্থানীয়রা সেই দৃশ্য দেখতে পান এবং পুলিশকে জানান।
স্থানীয়দের সাহায্যে পুলিশ জলাশয় থেকে উপলকে উদ্ধার করে এবং এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post