মালয়েশিয়ায় মো. কবির হোসাইন (২০) নামের এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগে রোহিঙ্গা নারীসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির একটি ম্যাজিস্ট্রেট আদালত।
অভিযুক্তদের মধ্যে বাংলাদেশি জলিছ মাহমুদ (২৯), মামুন হোসেন (২২) ও খাং খিন তুন (২৬) নামে রোহিঙ্গা নারী রয়েছেন। এর আগে গত ২১ জুন কবির হোসাইনকে অপহরণের ঘটনা তদন্তে সহায়তার জন্য পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) আদালতে তিন আসামিকে অভিযোগ পড়ে শোনানো হয়। ম্যাজিস্ট্রেট নাদরাতুন নাইম মোহাম্মদ সাইদির সামনে অভিযোগ পড়ে শোনানো হয়। তবে অভিযোগ বুঝতে না পারায় তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়নি।
ম্যাজিস্ট্রেট বাংলাদেশি ও মিয়ানমারের দোভাষীদের উপস্থিতি এবং মামলার পুনঃশুনানির জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করেছেন।
অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ১৯৬১ সালের অপহরণ আইনের ৩(১) ধারায় অপরাধ করার অভিযোগ আনা হয়েছে, যেখানে দোষী সাব্যস্ত হলে ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।
আদালত সূত্রে জানা গেছে, জনতথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২১ জুন সেলাঙ্গরের শাহ আলম এলাকায় অভিযান চালিয়ে ২০ থেকে ৩৫ বছর বয়সী পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
গত ২১ জুন সন্ধ্যা ৬টার দিকে শহরের মে ব্যাংক কমটার এলাকায় মো. কবির হোসাইনকে অপহরণ করার অভিযোগে তাদের বিরুদ্ধে অপরাধ করার অভিযোগ আনা হয়েছিল।
এদিকে, নতুন করে কাজের সন্ধানে আসা ভুক্তভোগী মো. কবির হোসাইন নিরাপদে রয়েছে বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post