ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিমানবন্দরে অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়।
আজ রোববার (০২ জুন) বেলা ১১টায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা ফ্লাইট এবিসি-০০১ নামে বিমানটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার লিডার মো. আক্তার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা ফ্লাইট এবিসি-০০১ নামে একটি বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় আগুন লেগে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, আগুন লাগার কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি বলেও তিনি জানান।
এর আগে, জাপানের বিমানবন্দরের রানওয়েতে অবতরণের পর একটি যাত্রীবাহী বিমানে আগুনের ঘটনা ঘটেছে। গত ২ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় টোকিওর হানেদা বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
জাপানি সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যায়, বিমানের জানালা ও নিচ থেকে আগুনের শিখা বেরিয়ে আসছে। রানওয়েতেও আগুন ধরে গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে এনএইচকে জানিয়েছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর জাপান এয়ারলাইন্সের বিমানটি অন্য আরেকটি বিমানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে থাকতে পারে। বিমানটিতে যাত্রী রয়েছেন। দুর্ঘটনার আগে জেএএল ৫১৬ বিমানটি হোক্কাইডো থেকে উড্ডয়ন করেছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post