আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে বিশেষ জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব নিবন্ধিত প্রবাসী ভোটার এখনো পোস্টাল ব্যালট পাননি, তারা দ্রুত নিকটস্থ পোস্ট অফিসের সঙ্গে যোগাযোগ করে ব্যালট সংগ্রহ করবেন।
হাইকমিশন জানায়, বর্তমানে বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট মালয়েশিয়ার বিভিন্ন পোস্ট অফিসে সংরক্ষিত রয়েছে। অনেক ক্ষেত্রে ভোটারদের প্রদান করা ঠিকানা অসম্পূর্ণ বা অস্পষ্ট হওয়ার কারণে ব্যালট বিতরণে বাধা তৈরি হয়েছে। একই সঙ্গে অনেক প্রাপকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় নির্ধারিত সময়ে ব্যালট পৌঁছে দেওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সতর্ক করে বলা হয়, সময়মতো ব্যালট সংগ্রহ ও নির্দিষ্ট প্রক্রিয়ায় ফেরত না পাঠালে তাদের ভোটাধিকার প্রয়োগ ব্যাহত হতে পারে। তাই বিলম্ব না করে যত দ্রুত সম্ভব ব্যালট সংগ্রহ করার আহ্বান জানানো হয়।
আরও
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভুল বা অসম্পূর্ণ ঠিকানার কারণে মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত প্রায় চার হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে। প্রবাসীদের জন্য প্রথমবারের মতো বড় পরিসরে ভোটাধিকার প্রয়োগের উদ্যোগ নেওয়া হলেও মাঠপর্যায়ে সমন্বয় সমস্যার ইঙ্গিত মিলছে।
হাইকমিশন বলেছে, প্রবাসী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সবার সহযোগিতা জরুরি। সময়মতো ব্যালট সংগ্রহ ও প্রেরণ করা গেলে কেবল তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রতিফলিত হবে।










