সৌদি আরবে আগামী কয়েক দিনে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার পাশাপাশি ধূলিঝড় ও তীব্র বাতাসের প্রভাব বাড়বে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা অনুভূত হবে এবং জনজীবন কিছুটা বিপর্যস্ত হতে পারে।
এনসিএম জানায়, তাবুক, আল-জৌফ, উত্তর সীমান্ত অঞ্চল, হেইল ও মদিনার উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। একই সঙ্গে আল-কাসিম, রিয়াদ ও পূর্বাঞ্চলের উত্তর অংশসহ কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪ থেকে ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
তাপমাত্রা হ্রাসের পাশাপাশি বেশ কয়েকটি অঞ্চলে প্রবল বালু ও ধূলিকণা-মিশ্রিত বাতাস প্রবাহিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানায়, মঙ্গলবার থেকে আল-জৌফ ও উত্তর সীমান্ত এলাকায় ধূলিঝড় শুরু হয়ে বুধবার পর্যন্ত তা হেইল, আল-কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চল এবং নাজরানে বিস্তৃত হতে পারে।
আরও
পরবর্তী সময়ে বুধবার ও বৃহস্পতিবার ধূলিঝড়ের প্রভাব আসির ও আল-বাহা অঞ্চলের পূর্বাংশ ছাড়িয়ে মক্কা, মদিনা ও তাদের উপকূলীয় এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। এসব অঞ্চলে দৃশ্যমানতা কমে যাওয়া ও যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে এনসিএম।
উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পাশাপাশি আবহাওয়া সংক্রান্ত আপডেট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ভআরও দেখুনঃ











