সর্বশেষ

১০ দিনে প্রবাসী আয় এসেছে ১৩ হাজার ৭৪৯ কোটি

Doller

চলতি বছরের জানুয়ারির প্রথম ১০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৩ হাজার ৭৪৯ কোটি ৪০ লাখ টাকা, প্রতি ডলার ১২২ টাকা হিসাবে। এই সময়ের মধ্যে শুধু শনিবারই প্রবাসীরা পাঠিয়েছেন ৬৯৫ কোটি ৪০ লাখ টাকার রেমিট্যান্স।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জানুয়ারির শুরুতেই প্রবাসী আয়ের এমন ইতিবাচক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য স্বস্তিদায়ক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারির প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৭১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৫৭ দশমিক ২০ শতাংশ, যা উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহেও ধারাবাহিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের ১ জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৭৩৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

অপরদিকে, আগের অর্থবছরের একই সময়ে, অর্থাৎ গত বছরের ১ জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৪৪৯ কোটি ৩০ লাখ ডলার। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রণোদনার প্রভাবেই প্রবাসী আয়ে এই প্রবৃদ্ধি এসেছে।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup