সর্বশেষ

দুই ট্রাকের মাঝে পড়ে প্রাণ হারালেন জনপ্রিয় ‘লেডি বাইকার’

Popular lady biker dies after losing control of bike

দক্ষিণ আমেরিকার পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মোটরবাইক কনটেন্ট নির্মাতা ক্যারেন সোফিয়া কুইরোজ রামিরেজ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কলম্বিয়ার ফ্লোরিডাব্লাঙ্কা এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‘বাইকারগার্ল’ নামে পরিচিত রামিরেজের বয়স ছিল মাত্র ২৫ বছর। সোমবার প্রকাশিত দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৬ নভেম্বর মোটরসাইকেল চালানোর সময় লেন পরিবর্তন করতে গিয়ে তিনি দুইটি ট্রাকের মাঝখানে পড়েন এবং নিয়ন্ত্রণ হারান। প্রথমে রাস্তার একপাশে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়, পরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সরাসরি তাকে চাপা দেয়। মুহূর্তেই প্রাণ হারান এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার।

62889ee31e0ac0495c73d3c0996d6c40 692ed29591d04

কলম্বিয়ার পরিবহন কর্মকর্তা জাহির আন্দ্রেস কাস্তেলানোস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, রামিরেজ দুটি গাড়ির মাঝ দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করতে ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে এবং সড়কের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

দুর্ঘটনার আরেকটি চাঞ্চল্যকর দিক হলো—মর্মান্তিক ঘটনার কয়েক ঘণ্টা আগে নিজেই নিজের মৃত্যুর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন রামিরেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছিলেন, তিনি যেন কোনো দুর্ঘটনায় না পড়েন, কারণ সেদিন তিনি তার ব্যবহার করা সুরক্ষামূলক চশমা ছাড়া মোটরসাইকেল চালাচ্ছিলেন। জানা যায়, নিয়মিত ব্যবহৃত সেই চশমাটি তিনি হারিয়ে ফেলেছিলেন।

Untitled 10

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই দুর্ঘটনার জন্য অন্য কোনো চালকের অবহেলা বা দায় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কলম্বিয়ার জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সারের অকাল মৃত্যু দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup