আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে তিনি কোন রাজনৈতিক দল থেকে বা কোন আসন থেকে প্রার্থী হবেন— সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ জানান, নির্বাচন করার ব্যাপারে তাঁর ঘোষণা আগেই দেওয়া হয়েছে, তবে কোন এলাকা বা দল থেকে প্রার্থী হবেন, তা এখনও নির্ধারিত নয়। নির্বাচন করতে হলে পদত্যাগের বিষয়টিও প্রাসঙ্গিক উল্লেখ করে তিনি বলেন, শুধু ছাত্র উপদেষ্টারাই নয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আরও কয়েকজন উপদেষ্টাও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, উপদেষ্টা পদে থাকার কারণে নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই, তবে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে এমন পদে থেকে প্রার্থী হওয়া সমীচীন নয়। তাই বিরোধ এড়াতে নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার আগেই সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত বলে মত দেন তিনি। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান।
আরও
সংসদ নির্বাচনে দলীয় পরিচয় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক বক্তব্য দেওয়ার এখনই সময় নয়। সবকিছু চূড়ান্ত হলে জনসাধারণকে জানানো হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, কোনো অনিয়মের অভিযোগ উঠলে দুদক তদন্ত করার এখতিয়ার রাখে। তদন্ত প্রক্রিয়ায় প্রয়োজন হলে মন্ত্রণালয় থেকে সহযোগিতা করা হবে।










