ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রবাসীদের ঠিকানা সংক্রান্ত তথ্যের অসঙ্গতির কারণে সৌদি আরবসহ মোট সাতটি দেশে নিবন্ধন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া দেশগুলো হলো—বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান এ বিষয়ে গণমাধ্যমকে জানান। তিনি বলেন, অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় অনেক প্রবাসী ভোটার অসম্পূর্ণ বা ভুল ঠিকানা দিয়েছেন, যা যাচাই–বাছাইয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সঠিক ঠিকানা ছাড়া সংশ্লিষ্ট ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানো সম্ভব নয় বলেই এসব দেশে নিবন্ধন স্থগিত করা হয়েছে।
আরও
ইসি সূত্র জানায়, পোস্টাল ব্যালট পাঠাতে নিবন্ধনকারীর সুনির্দিষ্ট বাসার ঠিকানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য ব্যতীত প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পৌঁছানো বা তা ফেরত পাওয়া নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তাই ঠিকানা ত্রুটি সংশোধনের পর স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর কার্যক্রম শুরুর পর থেকে বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত মোট ৫৩ হাজার ১৪৪ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪৪ হাজার ৯৯৩ জন পুরুষ এবং ৮ হাজার ১৫০ জন নারী ভোটার। ইসি জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই যাচাইকৃত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে।
আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট নিবন্ধন কার্যক্রম চলবে। নির্বাচন কমিশনের প্রত্যাশা, বিদেশে অবস্থানরত ভোটাররা ঠিকানা সংক্রান্ত তথ্য সংশোধন করে দ্রুত আবেদন সম্পন্ন করলে প্রবাসীদের ভোটাধিকার প্রক্রিয়াটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।











