সর্বশেষ

মালদ্বীপের রিসোর্টে ব্রেন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

Bangladeshi expatriate dies in maldives

মালদ্বীপের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেনটারা গ্র্যান্ড রিসোর্টে কর্মরত প্রবাসী বাংলাদেশি মো. রাসেল (৩৮) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২৫ অক্টোবর) সকালে হঠাৎ ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে রিসোর্ট কর্তৃপক্ষ।

সহকর্মীরা জানান, সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই জিমে যান রাসেল। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রিসোর্টের নিজস্ব হাসপাতালে নেওয়া হয়। তবে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. রাসেল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জয়ধরখালি গ্রামের ফকির বাড়ির মরহুম মফিজ উদ্দিন ফকিরের ছোট ছেলে। তিনি বিবাহিত ছিলেন, তবে তার কোনো সন্তান নেই। ভাইবোনদের মধ্যে তিনিই ছিলেন কনিষ্ঠ।

রাসেলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, কর্মস্থলে তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী, হাসিখুশি এবং সবার প্রিয় একজন মানুষ। কাজের ফাঁকে হাসি-আনন্দে কর্মপরিবেশ প্রাণবন্ত রাখতেন তিনি।

তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি সমাজে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। সবাই প্রার্থনা করছেন—আল্লাহ যেন মো. রাসেলকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup