সর্বশেষ

মসজিদ ও মুসলিমদের নিরাপত্তায় বড় অংকের অর্থ বরাদ্দ দেবে যুক্তরাজ্য

Uk funds tk 140 million for security of mosques and muslims

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন, ইসলাম বিদ্বেষী অপরাধ ও হামলা থেকে মুসলিম সম্প্রদায়কে রক্ষা করার জন্য অতিরিক্ত ১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার বরাদ্দ করা হবে। এর আগে ২০২৫ সালের জন্য মুসলিম সম্প্রদায়ের জন্য ৩ কোটি ৪ লাখ ডলার বরাদ্দ করা হয়েছিল। এই নতুন বরাদ্দ মুসলিম সম্প্রদায়কে নিরাপদ পরিবেশে বসবাস ও ধর্মীয় স্বাধীনতা বজায় রাখতে সহায়তা করবে।

স্টারমার এই ঘোষণা দেন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পূর্ব সাসেক্সের পিসহ্যাভেন শহরের আগুনে পুড়ে যাওয়া মসজিদ পরিদর্শনের সময়। তিনি বলেন, “মুসলিম সম্প্রদায় যেন শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারে, আমরা সেটি নিশ্চিত করতে চাই। যে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা মানে আমাদের পুরো জাতি ও মূল্যবোধের বিরুদ্ধে হামলা।”

পিসহ্যাভেনের মসজিদে এই আগুনের ঘটনা অক্টোবর মাসের শুরুতে ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ৫০ মিনিটে মুখোশ পরা দুই ব্যক্তি মসজিদের দরজা ভাঙার চেষ্টা করে এবং পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দ্রুত চলে যায়। এ ঘটনায় মসজিদের প্রবেশদ্বার এবং সামনের রাস্তায় রাখা একটি গাড়ি পুড়ে যায়। মসজিদ কমিটির সভাপতি ও একজন মুসল্লি তখন মসজিদের ভিতরে ছিলেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত এক বছরে ব্রিটেনে মুসলিম বিদ্বেষী অপরাধ ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই পরিসংখ্যানই সতর্ক করে দিচ্ছে যে, মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবী।

স্টারমার এই তহবিলের মাধ্যমে চাইছেন, মুসলিম সম্প্রদায় নির্ভয়ে ধর্মীয় কর্মকাণ্ড চালাতে পারে এবং যে কোনো বিদ্বেষী হামলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।

সূত্র : আনাদোলু এজেন্সি

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup