সর্বশেষ

পুত্রসন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

Hasnat abdullah

জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ পুত্রসন্তানের বাবা হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রীর ঘরে জন্ম নেয় নবজাতকটি। মা ও সন্তান উভয়েই বর্তমানে সুস্থ আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দলের সিনিয়র নেতা সারজিস আলম এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, “আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ পুত্রসন্তানের বাবা হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পরিবারকে সকল অপ্রত্যাশিত বিপদ থেকে হেফাজত করুন এবং নবজাতককে নেক হায়াত দান করুন।”

Capture 20251016 183631825

রাজধানীর হাসপাতাল সূত্রে জানা যায়, জন্মের পর নবজাতককে নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আছে।

দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা হাসনাত আব্দুল্লাহ ও তার পরিবারকে অভিনন্দন জানিয়ে নবজাতকের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন।

শিশুর জন্মের খবরে পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। সবাই নবজাতকের জন্য দোয়া কামনা করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup