সর্বশেষ

মসজিদে সিঁড়িতে ঝুলছিল প্রবাসীর লাশ

Body of expatriate found hanging from stairs in mosque

কুমিল্লার দেবিদ্বার নারায়নপুর মধ্যপাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে এক প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে দেবিদ্বার থানা পুলিশ বশিরুল ইসলাম (৩৪)-এর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বশিরুল ইসলাম উপজেলার নারায়নপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং এক সন্তানের বাবা। পুলিশ ও স্থানীয়রা জানান, তিনি সম্প্রতি জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। দুই মাস থাকার পর অসুস্থ হয়ে দেশে ফিরে আসেন এবং দেড় মাস চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের বরাতে জানা গেছে, রোববার সকাল ৮টায় তিনি নাস্তা না করে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়িতে ফেরেননি এবং ফোনও রিসিভ করেননি। দুপুরে স্থানীয়রা মসজিদের সিঁড়িতে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্থানীয়রা ও মসজিদের ইমাম জানিয়েছেন, মাইকের সমস্যা দেখতে ছাদে ওঠার সময় তারা লাশটি দেখেন এবং বিষয়টি মসজিদের সভাপতি ও পুলিশকে জানান। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্ত চলছে। তিনি বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ জানতে সময় লাগবে, তবে পারিবারিক সমস্যার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup