ইসরায়েলে আটক ২৩ মালয়েশিয়ান নাগরিককে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের সদস্য হিসেবে তারা গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে গিয়েছিলেন। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মুক্তিপ্রাপ্ত সবাই সুস্থ আছেন এবং শনিবার (৪ অক্টোবর) তারা তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। আগামী ৬ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্ব ও প্রচেষ্টার প্রশংসা করা হয়। পাশাপাশি তুরস্ক সরকারের সহায়তা এবং জর্ডান, মিশর, যুক্তরাষ্ট্র ও তেলআবিবে অবস্থিত আসিয়ানভুক্ত দেশগুলোর কূটনৈতিক সমর্থনের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।
সুমুদ নুসান্তারা কমান্ড সেন্টারের মহাপরিচালক সানি আরাবি আব্দুল আলিম জানান, তুরস্ক সরকারের ব্যবস্থাপনায় ওই কর্মীরা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছেছেন। এ নৌবহরে ৪৪টি জাহাজে প্রায় ৫০০ সংসদ সদস্য, মানবাধিকারকর্মী ও সাংবাদিক ছিলেন, যাদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও।
আরও
ইসরায়েলি বাহিনী বুধবার থেকে সমুদ্রে পুরো বহরটি আটকে দেয় এবং ৪০টিরও বেশি দেশের কর্মীদের আটক করে। মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ও আন্তর্জাতিক সহযোগীদের দ্রুত কূটনৈতিক উদ্যোগের ফলেই এ মুক্তি সম্ভব হয়েছে।
যদিও ফ্লোটিলা গাজায় পৌঁছাতে পারেনি, মালয়েশিয়া বলেছে—এই মিশন ইসরায়েলের অবরোধ বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে সফল হয়েছে। দেশটি জানিয়েছে, তারা ফিলিস্তিনে মানবিক সহায়তা ও বৈশ্বিক সংহতি জোরদারে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে।











