সর্বশেষ

মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান, ৫ বাংলাদেশিসহ আটক ৬০

Raid in johor state of malaysia, 60 arrested, including 5 bangladeshis

মালয়েশিয়ার জোহর রাজ্যে বড় ধরনের অভিযানে পাঁচ বাংলাদেশিসহ মোট ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে দিনভর জেলার বিভিন্ন এলাকায় পোশাক সেলাইয়ের দোকান, ধাতব কারখানা ও খাবার পরিবেশনকারী ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

জোহর রাজ্যের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম স্থানীয় সময় সকাল ১১টা থেকে শুরু করে ‘অপস মাহির’, ‘অপস সেলেরা’ এবং ‘অপস কুটিপ’ শিরোনামে এ অভিযান পরিচালনা করে। এ সময় বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং কাজের উদ্দেশ্যে ভিজিট পাসের অপব্যবহারের অভিযোগে আটক করা হয় অভিবাসীদের।

জেআইএম-এর জোহর রাজ্যের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে। তাদের মধ্যে রয়েছেন ১৯ জন মিয়ানমারের নাগরিক, ছয় জন ইন্দোনেশিয়ান, পাঁচজন ভারতীয়, পাঁচজন বাংলাদেশি, একজন পাকিস্তানি, পাঁচজন কম্বোডিয়ান, শ্রীলঙ্কান এক পুরুষ ও দুই নারী, এছাড়া ১০ জন মিয়ানমারের নারী, চারজন ইন্দোনেশিয়ান নারী এবং দুজন ভারতীয় নারী।

তিনি আরও জানান, আটককৃতদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন ও ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের আওতায় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জোহরে অবৈধ অভিবাসীদের দমনে অভিযান আরও জোরদার করা হবে বলে সতর্ক করেছেন জেআইএম পরিচালক। একই সঙ্গে স্থানীয় জনসাধারণকে অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup