মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কিশোরগঞ্জের ভৈরবের যুবক লিটন চন্দ্র দাস (৪২)। তিনি উপজেলার সাদেকপুর গ্রামের রঞ্জিত চন্দ্র দাসের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন স্বজনরা।
গত রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে মালয়েশিয়ার জহর বাহরু শহরে এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের বরাতে জানা যায়, জীবিকার তাগিদে লিটন চন্দ্র দাস প্রায় ১০ বছর আগে মালয়েশিয়া যান। সেখানে তিনি দীর্ঘদিন ধরে মুদি দোকান পরিচালনা করছিলেন।
ঘটনার দিন দোকান থেকে মালামাল আনতে বের হয়ে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের গ্রামে শোকের ছায়া নেমে আসে।
আরও
লিটনের ছোট ভাই সম্পদ চন্দ্র দাস জানান, প্রতিদিনের মতো দোকানের কাজে বাইরে গিয়েছিলেন তার ভাই। কিন্তু হঠাৎ দুর্ঘটনার খবর পেয়ে তারা ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যরা এখন মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, এ ঘটনার বিষয়ে আগে অবগত ছিলেন না। তবে আইনগত সহায়তা প্রয়োজন হলে সংশ্লিষ্ট পরিবারকে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি।











