সর্বশেষ

গৃহকর্মী ভিসা সহজ করলো কুয়েত

Kuwait visa bangladeshi endorsement fee

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করতে একটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে। দেশটির সরকারি ইউনিফাইড অ্যাপ্লিকেশন ‘সাহেল’-এর মাধ্যমে এখন থেকে নাগরিক ও বাসিন্দারা কোনো কর্মীর ভিসার বর্তমান অবস্থা সহজেই যাচাই করতে পারবেন।

এর ফলে একই কর্মীর নামে একাধিক ভিসার আবেদন জমা পড়া এবং তা বাতিল হওয়ার মতো জটিলতা এড়ানো সম্ভব হবে। এই পদক্ষেপ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো এবং প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছে।

এদিকে, কুয়েতের নাগরিকত্ব তদন্তকারী সুপ্রিম কমিটি জালিয়াতি ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে একাধিক ব্যক্তির নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের নেতৃত্বে কমিটি জানায়, ‘দেশের বৃহত্তর স্বার্থে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।

একইসাথে, কুয়েত দেশজুড়ে অবৈধ বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। সম্প্রতি হাওয়ালি এলাকার একটি শপিং মলে অভিযান চালিয়ে লাইসেন্স নবায়ন না করা এবং অনুমোদনহীন বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আইন প্রয়োগে এই কঠোরতা অব্যাহত থাকবে।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup