সর্বশেষ

কুয়েতে প্রথমবার অনুষ্ঠিত হলো ‘জামাই মেলা’

'jamai mela' held for the first time in kuwait

বাংলাদেশের জামালপুরের ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব ‘জামাই মেলা’ এবার প্রথমবারের মতো দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছে কুয়েতে। প্রবাসী তরুণদের উদ্যোগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে হিজিল মরু অঞ্চলের একটি রিসোর্টে এই আয়োজন করা হয়।

5530d870f5f15af043773aaddc8e19afb33459c660e3c481

দুপুর থেকেই প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে মেলায় আসতে শুরু করেন। নারী-পুরুষ ও শিশু মিলে কয়েকশ মানুষ অংশ নেন এ উৎসবে। গ্রামবাংলার আবহে প্রবাসে মেলার পরিবেশ তৈরি হয়। আয়োজনে তরুণদের জামাই সেজে ‘বউয়ের খোঁজে’ অপেক্ষা করতে দেখা যায়, যা মেলায় বাড়তি আনন্দ যোগ করে।

কুয়েতে বসবাসরত প্রবাসীরা জানান, এ মেলা ছিল তাদের জন্য ভিন্নধর্মী ও আনন্দঘন অভিজ্ঞতা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের আয়োজন প্রবাস জীবনে বিনোদন ও প্রশান্তি এনে দেবে। আয়োজক মোশারফ হোসেন বলেন, “আমাদের লক্ষ্য ছিল জামালপুরের ঐতিহ্যকে প্রবাসে তুলে ধরা। সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসীদের মধ্যে একতা ও টানাপোড়েন কমাতে সহায়ক হয়।”

দিনভর গান, নাচ, জাদু, খেলাধুলাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল মঞ্চ। প্রবাসীরা জানান, মরুর দেশে থেকেও নিজেদের শেকড় ভুলে যাননি তারা—এই আয়োজন তারই প্রমাণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুস্তাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন আলসাবা সরকার অপু। এছাড়া বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি জিসান মাহমুদ, চ্যানেল এস টিভির প্রতিনিধি জসিম উদ্দিনসহ বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup