জাতীয় অ্যাথলেটিকসের ১৭তম সামার মিটের শেষ দিনে অনুষ্ঠিত হয় পুরুষ ও নারীদের ২০০ মিটার দৌড়। দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধারের পর নজর ছিল যুক্তরাজ্য প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমানের দিকে। তবে দৌড় শুরুর কিছুক্ষণের মধ্যেই মাসল পুলের শিকার হয়ে ট্র্যাকেই লুটিয়ে পড়েন তিনি। ফলে প্রতিযোগিতা শেষ করতে পারেননি।

পুরুষদের বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর তারেক রহমান ২১.৯০ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে স্বর্ণ জেতেন। মাত্র ০.১০ সেকেন্ড ব্যবধানে দ্বিতীয় হয়েছেন আবদুল মতালেব। এদিকে, প্যারিস অলিম্পিকে চোটে পড়ার পর জাতীয় আসরেও একই ঘটনার শিকার হওয়ায় হতাশা বাড়ল ইমরানুরকে ঘিরে।
আরও
নারী বিভাগেও আধিপত্য দেখিয়েছে সেনাবাহিনী। শরিফা খাতুন ২৫ সেকেন্ডে দৌড় শেষ করে স্বর্ণ জেতেন। দীর্ঘদিন দেশের সেরা স্প্রিন্টার হিসেবে পরিচিত শিরিন আক্তার ২৫.১০ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়।
দ্রুততম মানবী খেতাব জয়ী নৌবাহিনীর সুমাইয়া দেওয়ানের ২০০ মিটারে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামেননি তিনি। এর ফলে শিরিন আক্তারের পাশাপাশি শরিফাও সহজেই স্বর্ণ জয়ের পথ সুগম করেন।











