সর্বশেষ

বিষপানে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

Expatriate's wife dies from poisoning

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তানজু আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বিষপান করেছিলেন।

তানজু আক্তার উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা গ্রামের প্রবাসী মো. নুরুন্নবীর স্ত্রী। নুরুন্নবী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্ত্রীকে ফোনে না পেয়ে নুরুন্নবী পাশের বাড়ির এক বয়স্ক মহিলাকে খোঁজ নিতে বলেন। পরে ওই মহিলা ও প্রতিবেশীরা তানজুকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করেন। এ সময় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি বিষপান করেছিলেন এবং ততক্ষণে মারা গেছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup