সর্বশেষ

সৌদি আরবে বিপুল পরিমাণে মাদক উদ্ধার

Saidi madok

সৌদি আরবের জেদ্দা ইসলামিক সমুদ্র বন্দরে হিমায়িত মাংসের চালান থেকে প্রায় ২৯ কিলোগ্রাম কোকেন উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার (১৫ আগস্ট) দেশটির যাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জেডএটিসিএ) এই তথ্য নিশ্চিত করেছে।

জেডএটিসিএ’র মুখপাত্র হামুদ আল হারবি জানান, চালানটি বন্দরে নিয়মিত শুল্ক প্রক্রিয়ার আওতায় আনা হয়। নিরাপত্তা স্ক্রিনিং প্রযুক্তি এবং প্রশিক্ষিত স্নিফার কুকুরের সহায়তায় তদন্তে মাংসের চালানে লুকানো ২৮.৯ কিলোগ্রাম কোকেন পাওয়া যায়।

আল হারবি বলেন, আমদানি ও রপ্তানিতে শুল্ক নিয়ন্ত্রণ কঠোর করা তাদের মূল অগ্রাধিকার। মাদকদ্রব্যসহ অবৈধ চোরাচালান রোধে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেছেন, জনসাধারণকে হটলাইন ও ইমেলের মাধ্যমে সন্দেহজনক কার্যকলাপ জানাতে উৎসাহিত করা হচ্ছে। এ ধরনের তথ্য সরবরাহকারীরা যাচাই হলে আর্থিক পুরষ্কারও পেতে পারেন।

জেডএটিসিএ মুখপাত্র জানান, সমস্ত অভিযান কঠোর গোপনীয়তার সঙ্গে পরিচালিত হয় এবং এ ধরনের পদক্ষেপ সমাজকে চোরাচালান ও মাদকদ্রব্য থেকে রক্ষা করতে সহায়ক।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup