সর্বশেষ

রত্নপাথরের খোঁজে ওমানের পাহাড়ে লোকমানের অনুসন্ধান

Luqman's search for gemstones in the mountains of oman

ওমানের কুরিয়াত অঞ্চলের তরুণ পর্বতারোহী লোকমান সাঈদ আল হুতি শুধু পাহাড়ে হাইকিং করেন না, তিনি ভূতাত্ত্বিক সোনা ও মূল্যবান রত্নপাথর অনুসন্ধানে সময় দিচ্ছেন।

২০১৫ সাল থেকে শুরু হওয়া তার অনুসন্ধান অভিযান তাকে ওমানে এমন কিছু জায়গায় নিয়ে গেছে, যেখানে খুব কম মানুষ পা দিয়েছেন। লোকমান বিভিন্ন ধরণের রত্ন যেমন অ্যাগেট, অ্যামেথিস্ট, ফিরোজা, রুবি ও হীরা শনাক্ত করেছেন।

তিনি জানান, তার কাজ শুধু পাথরের আর্থিক মূল্য নয়, নিজের হাতে আবিষ্কার করার আনন্দ। ইনস্টাগ্রামে তিনি রত্নের ছবি ও তথ্য শেয়ার করেন এবং রূপা ও সোনা দিয়ে গহনা ডিজাইন করে ব্যবসাও করছেন।

লোকমান বলেন, “ওমানে রত্ন অনুসন্ধানের ক্ষেত্রে সচেতনতা কম। আমার স্বপ্ন ওমানে একটি বিশ্বমানের গহনার ব্র্যান্ড গড়ে তোলা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup