ওমানের কুরিয়াত অঞ্চলের তরুণ পর্বতারোহী লোকমান সাঈদ আল হুতি শুধু পাহাড়ে হাইকিং করেন না, তিনি ভূতাত্ত্বিক সোনা ও মূল্যবান রত্নপাথর অনুসন্ধানে সময় দিচ্ছেন।
২০১৫ সাল থেকে শুরু হওয়া তার অনুসন্ধান অভিযান তাকে ওমানে এমন কিছু জায়গায় নিয়ে গেছে, যেখানে খুব কম মানুষ পা দিয়েছেন। লোকমান বিভিন্ন ধরণের রত্ন যেমন অ্যাগেট, অ্যামেথিস্ট, ফিরোজা, রুবি ও হীরা শনাক্ত করেছেন।
তিনি জানান, তার কাজ শুধু পাথরের আর্থিক মূল্য নয়, নিজের হাতে আবিষ্কার করার আনন্দ। ইনস্টাগ্রামে তিনি রত্নের ছবি ও তথ্য শেয়ার করেন এবং রূপা ও সোনা দিয়ে গহনা ডিজাইন করে ব্যবসাও করছেন।
আরও
লোকমান বলেন, “ওমানে রত্ন অনুসন্ধানের ক্ষেত্রে সচেতনতা কম। আমার স্বপ্ন ওমানে একটি বিশ্বমানের গহনার ব্র্যান্ড গড়ে তোলা।










