সর্বশেষ

পাসপোর্ট করতে এসে পাচারকারীসহ ২ রোহিঙ্গা আটক

2 rohingyas arrested along with smuggler while applying for passports

ফেনীর মহিপাল এলাকায় পাসপোর্ট করতে এসে এক মানব পাচারকারী ও দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) গভীর রাতে শহরের মহিপাল ফারহান ট্রাভেলস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, আটক ব্যক্তিদের মধ্যে মানব পাচারকারী আবদুল মান্নান (৩৪) পরশুরাম উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা। তার সঙ্গে থাকা দুই রোহিঙ্গা হলেন কক্সবাজারের উখিয়া ক্যাম্পের মো. আরাফাত (২৫) এবং রমিদা বেগম (২৬)।

পুলিশ জানায়, রোহিঙ্গাদের অবৈধভাবে পাসপোর্ট তৈরি করে বিদেশে পাচারের উদ্দেশ্যে ফেনীতে নিয়ে আসেন মান্নান। তার কাছ থেকে তিনটি বাংলাদেশি পাসপোর্ট, ১৭টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র এবং নগদ ৯,৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর মানব পাচার প্রতিরোধ ও রোহিঙ্গাদের সহযোগিতার দায়ে মান্নানের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আটক রোহিঙ্গাদের উখিয়ার শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup