বিমানবন্দরে ওমান ফেরত এক নারী যাত্রীর কাছ থেকে এক কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য এমডিএমএ (MDMA) উদ্ধার করেছে পুলিশ। এটি নারী গঠিত অন্যতম বড় মাদক চালানের ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওমানের মাস্কাট থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটে আসা ৩১ বছর বয়সী এন. এস. সূর্য নামের ওই নারী কেরালার পাথানামথিট্টার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ভারতের কারিপুর থানার পুলিশ বিমানবন্দরে নজরদারি বসিয়ে কাস্টমস পেরোনোর পর তাকে আটক করে।
তার ব্যাগে টফির প্যাকেটের ভেতরে লুকানো ছিল ১ কেজি এমডিএমএ, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি। এ ঘটনায় তাকে রিসিভ করতে আসা মালাপ্পুরামের তিন ব্যক্তি — আলী আকবর (৩২), সি.পি. শফির (৩০) এবং এম. মুহাম্মদ রফিক (৩০) —কেও গ্রেপ্তার করা হয়েছে।
আরও
জিজ্ঞাসাবাদে সূর্য জানান, তিনি টফির প্যাকেটের ভিতরে কী আছে, তা জানতেন না। তবে পুলিশ মনে করছে, তিনি সবকিছু জানতেন এবং একটি মাদক চক্রের হয়ে ইচ্ছে করেই এই মাদক বহন করছিলেন।










