ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের বাজারপাড়া এলাকায়।
বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক।
তদন্তে জানা যায়, ফারুক আহমেদ এক গ্রাহকের পাসপোর্ট সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। প্রথম কিস্তির ২০ হাজার টাকা নেওয়ার সময় দুদকের একটি বিশেষ দল তাকে আটক করে।
ভুক্তভোগী মেহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। ঘুষ দাবির অভিযোগ নিয়ে তিনি দুদকের সঙ্গে যোগাযোগ করলে তাদের গোপন অভিযান পরিচালিত হয়।
দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক বলেন, “ভুক্তভোগীর অভিযোগ পেয়ে আমরা একটি গোপন দল ঘটনাস্থলে পাঠাই। টাকা গ্রহণের সময় অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়।”
ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ঘুষ লেনদেনের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে দুদক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post