সর্বশেষ

সীমান্তে উত্তেজনা : ভারতীয় হাইকমিশনারকে তলব

সীমান্তে উত্তেজনা : ভারতীয় হাইকমিশনারকে তলব

বাংলাদেশ-ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

রোববার (১২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে ভারতীয় হাইকমিশনার এ বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং সীমান্ত অপরাধমুক্ত রাখতে ভারতের সহযোগিতার জন্য বাংলাদেশের সহায়তা কামনা করা হয়েছে।

উত্তেজনা তুঙ্গে

প্রণয় কুমার ভার্মা বলেন, “নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা রয়েছে। বিএসএফ এবং বিজিবি এই বিষয়ে নিয়মিত যোগাযোগ করছে এবং অপরাধ প্রতিরোধে একটি যৌথ পদক্ষেপ নেওয়া হবে।”

এর আগে, গত ৩ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল বাংলাদেশ।

রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ সরকারের কড়া অবস্থানের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্য রেখার বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। বিজিবি তাৎক্ষণিকভাবে এ কাজ বন্ধ করে দিয়েছে। আমরা এই বিষয়ে শক্ত অবস্থান বজায় রাখব।”

বাংলাদেশ-ভারত সীমান্তে এমন তৎপরতা দু’দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup