নিউইয়র্ক থেকে ফ্লোরিডাগামী জেটব্লু ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্ট থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি পৌঁছানোর পর সোমবার (৫ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিমানটির রুটিন রক্ষণাবেক্ষণ পরিদর্শনের সময় এই মর্মান্তিক আবিষ্কারটি ঘটে।
জেটব্লু এয়ারলাইন্সের গ্রাউন্ড ক্রু এয়ারবাস এ৩২০-২৩২ মডেলের ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে দুই মরদেহ দেখতে পান। এয়ারলাইন্সের মুখপাত্র লং আইল্যান্ড সিটির কর্পোরেট সদর দপ্তর থেকে নিশ্চিত করেছেন যে, ঘটনাটি নিয়ে এখন ফেডারেল তদন্তকারীরা কাজ করছেন।
জেটব্লু মুখপাত্র মঙ্গলবার (৭ জানুয়ারি) জানিয়েছেন, জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর থেকে ফ্লাইট ১৮০১ কীভাবে অননুমোদিত প্রবেশের শিকার হলো, তা তদন্তাধীন। এখনও মৃত ব্যক্তিদের পরিচয় এবং বিমানে প্রবেশের পদ্ধতি নিশ্চিত করা যায়নি।
পোর্ট অথরিটির মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) মাধ্যমে বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। ব্রাওয়ার্ড কাউন্টি শেরিফের দপ্তরের ডেপুটিরা জানিয়েছেন, উভয় ব্যক্তি ঘটনাস্থলেই মৃত অবস্থায় ছিলেন। প্যারামেডিকরা তাদের মৃত্যু নিশ্চিত করেছেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।
JUST IN – Two bodies discovered in the wheel well of a JetBlue plane at Fort Lauderdale, according to the airline pic.twitter.com/sghmeKzM8X
— Overton (@overton_news) January 7, 2025
জেটব্লু ফ্লাইটটি নিউইয়র্ক থেকে জামাইকার কিংস্টনে গিয়েছিল এবং সেখানে রাত যাপন করেছিল। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা সম্ভবত জামাইকার নাগরিক। জামাইকার পররাষ্ট্রমন্ত্রী কমিনা স্মিথ এক টুইটে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং তদন্তে সহযোগিতা করছি।”
ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের তথ্য অনুযায়ী, বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে যাত্রা করা অত্যন্ত বিপজ্জনক। এতে যাত্রীর গুরুতর ঠান্ডায় জমে যাওয়া, অক্সিজেনের অভাব, অথবা অবতরণের সময় পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।
জেটব্লু মুখপাত্র বলেন, “এটি একটি হৃদয়বিদারক ঘটনা। আমরা বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য তদন্তকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”
এই মর্মান্তিক ঘটনাটি আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্ন তুলেছে এবং প্রাসঙ্গিক কর্তৃপক্ষ ঘটনাটি উদ্ঘাটনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post