ভারতের আগ্রার এক জিম প্রশিক্ষকের বিরুদ্ধে ভারতীয় বংশোদ্ভূত কানাডার এক নারীকে বারবার ধর্ষণ এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে এই নারীকে ভয়ভীতি প্রদর্শন করেন।
টাইমস অফ ইন্ডিয়ার বরাতে জানা যায়, আগ্রা পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, হত্যার হুমকি এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত সাহিল শর্মা এবং তার বন্ধু আরিফ আলী বর্তমানে পলাতক রয়েছেন।
পুলিশের তদন্তে জানা গেছে, সাহিল শর্মা টিন্ডারে ওই নারীর সঙ্গে বন্ধুত্ব করেন। ২০২৪ সালের মার্চ মাসে আগ্রার একটি হোটেলে দেখা করার সময় সাহিল পানীয়ের মধ্যে চেতনানাশক মিশিয়ে নারীকে সংজ্ঞাহীন করেন এবং তার ওপর যৌন নির্যাতন চালান।
চেতনায় ফিরে আসার পর, সাহিল নিজেকে র-এর এজেন্ট বলে পরিচয় দেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন। কানাডায় ফিরে যাওয়ার পরেও তিনি নারীর সঙ্গে যোগাযোগ বজায় রাখেন এবং তাকে ভারতে আসার আমন্ত্রণ জানান।
নারীর অভিযোগ অনুযায়ী, ভারতে আসার পর সাহিল তাকে আগ্রা এবং নয়াদিল্লিতে একাধিকবার যৌন নির্যাতন করেন। সাহিল তার বন্ধু আরিফ আলীর সঙ্গে নারীর পরিচয় করিয়ে দেন। আরিফও এক হোটেলের বাথরুমে তাকে যৌন নির্যাতন করেন।
অভিযোগে বলা হয়েছে, সাহিল নারীকে হোয়াটসঅ্যাপ চ্যাট ও কল মুছে ফেলতে বাধ্য করেন এবং তার গোপন ছবি অনলাইনে ফাঁস করার হুমকি দেন। আরিফও ওই ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইল করেছেন।
আগ্রার ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) সুরজ রাই জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অভিযোগকারীর বিবৃতি ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয়েছে।
এই ভয়াবহ ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post