বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে জুয়ার আসর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে এক উপ-পরিদর্শক (এসআই) ও এক ছাত্রদল নেতা জনতার হাতে আটক হয়েছেন। পরে গ্রামবাসী তাদের মারধর করে পুলিশে সোপর্দ করেন।
আটককৃতরা হলেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন এবং বরিশালের কাজিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) রেদোয়ান।
রবিবার (২২ ডিসেম্বর) রাতে বাবুগঞ্জের চন্দ্রপাড়া গ্রামের একটি ঘরে জুয়ার আসর চলাকালীন তারা ডিবি পুলিশ পরিচয়ে সেখানে উপস্থিত হন। জুয়া খেলায় অংশ নেওয়া ব্যক্তিদের কাছ থেকে টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
স্থানীয়রা বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করেন যে, ডিবি পুলিশের কোনো দল সেখানে যায়নি। পরে স্থানীয়রা অভিযুক্ত দুজনকে ধরে ফেলেন এবং পুলিশে সোপর্দ করেন।
সোমবার (২৩ ডিসেম্বর) তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি জাকির শিকদার।
ছাত্রদল নেতা রাসেল আকনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২০১৬ সালের ২১ আগস্ট তাকে ইয়াবাসহ র্যাব-৮ আটক করেছিল। তার বিরুদ্ধে মাদক এবং ছিনতাইসহ আরও অভিযোগ রয়েছে।
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি জানিয়েছেন, রাসেলের এই কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে, তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কাজিরহাট থানার ওসি মিজান জানিয়েছেন, অভিযুক্ত এসআই রেদোয়ান তার থানায় কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই ঘটনা স্থানীয় জনগণের সচেতনতা এবং সাহসিকতার একটি উদাহরণ। তাদের প্রচেষ্টায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post