পোল্যান্ডে গ্রেপ্তার হতে পারেন—এমন সতর্কবার্তার প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর নির্ধারিত পোল্যান্ড সফর বাতিল করেছেন।
পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়াদিস্লো বারতোশেজকি স্থানীয় সংবাদমাধ্যম রিজেকপসপলিটা কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পোলিশ সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরকে জানিয়েছে যে, পোল্যান্ড সফরে আসলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নির্দেশনা অনুযায়ী নেতানিয়াহুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে।
পোল্যান্ড আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্র এবং আদালতের আদেশ মেনে চলার বাধ্যবাধকতায় রয়েছে। এই সতর্কবার্তার পরই নেতানিয়াহু পোল্যান্ড সফর বাতিল করেছেন বলে তেল আবিব সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত নভেম্বরে গাজা উপত্যকায় সামরিক অভিযান পরিচালনা এবং সেখানকার বাসিন্দাদের মানবিক চাহিদা থেকে বঞ্চিত করার অভিযোগে বেঞ্জামিন নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post