ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের কোনো আঞ্চলিক প্রক্সি বাহিনী নেই। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইরান এই অঞ্চলে স্বাধীনভাবে কাজ করে।
রোববার সকালে এক ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে খামেনি বলেন, ইয়েমেন, লেবানন এবং ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা তাদের ন্যায় ও বিশ্বাসের জন্য সংগ্রাম করছেন, তারা কোনো প্রক্সি বাহিনী হিসেবে কাজ করছেন না।
খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য দুটি প্রধান কৌশল অনুসরণ করছে: একদিকে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করা, অন্যদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করা।
তিনি এক মার্কিন কর্মকর্তার বক্তব্যেরও সমালোচনা করেন, যিনি বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যে কোনো দাঙ্গা বা অশান্তি সমর্থন করবে।
খামেনি বলেন, ইরানি জাতি কোনোভাবেই আমেরিকার ষড়যন্ত্র মেনে নেবে না এবং যারা এর পক্ষে অবস্থান নেবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post