ডেনমার্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও সমাজসেবক এমদাদ আহমেদ (৪৫) শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এমদাদ আহমেদ পেশায় ছিলেন একজন ট্যাক্সিচালক। তার দেশের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। তার অকাল মৃত্যু পরিবার ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।
গত ৯ ডিসেম্বর সোমবার, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বিমানবন্দর এলাকায় ট্যাক্সি চালানোর সময় হৃদরোগে আক্রান্ত হন এমদাদ। পেছনের যাত্রী দ্রুত বুদ্ধি খাটিয়ে নিজেই ট্যাক্সি চালিয়ে তাকে ডেনমার্কের রিগশ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা ক্রমশ অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। পরিবারের সম্মতিতে শুক্রবার তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।
এমদাদের মৃত্যুর দুই সপ্তাহ আগে, ৯ ডিসেম্বর একই দিনে, তার হৃদরোগে আক্রান্ত হওয়ার সংবাদ শুনে দেশে অবস্থানরত একমাত্র বোনও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বোনের মৃত্যুর শোক কাটতে না কাটতেই পরিবার হারাল আরও এক প্রিয় সদস্যকে।
এমদাদ আহমেদের পরিবারে তার স্ত্রী ও ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে। তিনি ছিলেন সহজ-সরল এবং সবার কাছে অত্যন্ত প্রিয়। তার মৃত্যুতে কমিউনিটির অনেকে শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, মরহুম এমদাদের জানাজা ও দাফন ডেনমার্কের ব্রনবীর মুসলিম কবরস্থানে সম্পন্ন করা হবে। জানাজার সুনির্দিষ্ট তারিখ ও সময় পরে জানানো হবে।
একই পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন ও পরিচিতরা শোকাহত। প্রবাসে কঠোর পরিশ্রম করে জীবনের প্রতিটি মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো এমদাদ আহমেদ তার সহজ-সরল জীবন এবং সহমর্মিতার জন্য সবার মনে স্মরণীয় হয়ে থাকবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post