আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি জানান, নির্বাচনকে উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে এক প্রশ্নের উত্তরে ড. মজুমদার বলেন, “আমরাও বিষয়টি দেখার অপেক্ষায় আছি। তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে বলে আমি মনে করি না। আমরা চাই, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হোক। যারা নির্বাচন করতে প্রস্তুত, তারা নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারবে।”
তিনি আরও বলেন, “অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচনে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। তবে এবারের নির্বাচনে কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থেকে কাজ করবেন। ফলে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।”
ড. মজুমদার জানান, সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা শেষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেবে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post