তুরাগ তীরে টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনে শান্তিপূর্ণ ও যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, “আজ ভোর রাতে তুরাগ তীরে টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে তিন মুসল্লির ইন্তিকালের খবরে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর দ্বীনের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে সবর ও শান্ত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই।”
তিনি আরও বলেন, “আমরা কামনা করি, এই সমস্যার সমাধান যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে হোক। যারা নিহত হয়েছেন, মহান আল্লাহ তাদের প্রতি রহম করুন, ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আহত ভাইদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
ডা. শফিকুর রহমান দেশের স্বার্থে ও উম্মাহর মঙ্গলের জন্য সবার প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।”
এই ঘটনার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধৈর্যশীল ও সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post