সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে নারীসহ সিলেট জেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজারের লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন আজমল হোসেন সেলিম, যিনি কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমল হোসেন সেলিম এক নারীসহ ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে, তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। বিকেল ৩টার দিকে পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, “আমরা আজমল হোসেন সেলিমকে নারীসহ আটক করে থানায় নিয়ে এসেছি।
প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠেছিলেন। তার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার নামে কোনো পূর্ববর্তী মামলা রয়েছে কিনা, সেটিও যাচাই করা হচ্ছে।” ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post