ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, “আগামী ২০২৫ সালের শেষ কিংবা ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য দেওয়া হয়েছে, আমরা সেটিকে স্বাগত জানাই।”
সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মির্জা আব্বাস এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে।” তিনি সংযোজন করেন, “আমরা গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার করতে চাই।”
এর আগে, সকাল ১১টা ৩৫ মিনিটে বিএনপির নেতৃবৃন্দ চন্দ্রিমা উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, খায়রুল কবির খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মোস্তফা জামান, মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাসহ প্রায় ২০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হওয়ায় এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post