দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং সম্ভাব্য অস্থিতিশীলতা রোধে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই তথ্য জানান।
বৈঠকের সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিফিংয়ে তিনি আসিফ মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন।
আসিফ মাহমুদ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। আশা করা যায়, এসব ইভেন্ট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”
তিনি আরও বলেন, “গত কয়েকদিনে কিছু অপতৎপরতা লক্ষ্য করা গেছে, যার ভিত্তিতে সারাদেশে গ্রেফতার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। এই অভিযানের ফলাফল শিগগিরই দৃশ্যমান হবে।”
আসিফ মাহমুদ জানান, “বিগত ফ্যাসিস্ট সরকারের সমর্থকেরা এখনও বিভিন্ন গোষ্ঠীকে উসকে দেওয়ার চেষ্টা করছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ থাকায় গ্রেফতার কার্যক্রম চলবে।”
নিষিদ্ধ ছাত্রলীগের ফিরে আসার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, সম্প্রতি প্রচারিত একটি ছবি পুরনো হতে পারে বা সেখানে ‘ছাত্রলীগ’ লেখা এডিট করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “আওয়ামী লীগ ও ছাত্রলীগ যেকোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাদের সম্পূর্ণ নিষ্ক্রিয় না করা পর্যন্ত এই সম্ভাবনা থেকে যাবে।”
সাম্প্রতিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যে কোনো পদক্ষেপ নিতে তারা সদা প্রস্তুত।
এই কঠোর পদক্ষেপের মাধ্যমে দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করার ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post