ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
তিনি ভারতের পার্লামেন্টে বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ভারতীয়দের জন্য উদ্বেগের কারণ হলেও তিনি আশা করেন, বাংলাদেশ নিজস্ব স্বার্থে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
শুক্রবার ভারতের লোকসভায় প্রশ্নোত্তর পর্বে জয়শঙ্কর বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এটি ভারতের জন্য উদ্বেগজনক। তবে আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সরকার তাদের নিজস্ব সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সংখ্যালঘুদের সুরক্ষায় দায়িত্বশীল পদক্ষেপ নেবে।”
জয়শঙ্কর আরও জানান, ভারতের পক্ষ থেকে এই বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরা হয়েছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরকালে এ ইস্যুতে আলোচনা হয়েছে।
তিনি বলেন, “আমাদের প্রত্যাশা, বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক স্বার্থে দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।”
এছাড়া ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে জয়শঙ্কর বলেন, “বাংলাদেশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে উন্নয়ন প্রকল্পে আমাদের সুদীর্ঘ ইতিবাচক ইতিহাস রয়েছে।
পাকিস্তান ও চীন ছাড়া আমাদের প্রায় সব প্রতিবেশী দেশের সঙ্গে উন্নয়ন প্রকল্পে সহযোগিতা রয়েছে এবং বাংলাদেশ এ ক্ষেত্রে শীর্ষস্থানে।”
এ বক্তব্যে ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়েছে যে, তারা বাংলাদেশে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে সচেতন এবং এ বিষয়ে ঢাকা থেকে দায়িত্বশীল পদক্ষেপের প্রত্যাশা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post