সর্বশেষ

টানা ৯ ঘণ্টা আকাশে উড়ে একই এয়ারপোর্টে ফিরলো বিমান

টানা ৯ ঘণ্টা আকাশে উড়ে একই এয়ারপোর্টে ফিরলো বিমান

লন্ডন থেকে টেক্সাস; দীর্ঘপথ পাড়ি দিতে প্রস্তুত সব যাত্রী। ৩০০ যাত্রী নিয়ে রওনাও দিয়েছিল বিমান

কিন্তু টানা সাড়ে ৯ ঘণ্টার যাত্রার পর যেখান থেকে যাত্রা করেছিল সেই জায়গাতেই ফিরে এসেছে ফ্লাইটটি, মাঝখানে ঘুরলো ৭ হাজার ৭৭৯ কিমি দূরত্ব!

মূলত গত ১০ জুন, রাত ৯টা ২৭ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এই ফ্লাইটটি ছেড়ে গিয়েছিল। এরপর ৭৭৭৯ কিমি ভ্রমণ করে সাড়ে ৯ ঘণ্টা আকাশে থাকার পর সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ফ্লাইটটি আবার লন্ডনে ফিরে এসেছিল।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বোয়িং-এর ৭৮৭-৯ ড্রিমলাইনার ফ্লাইট লন্ডন থেকে টেক্সাস যাচ্ছিল। কিন্তু, কানাডার আকাশসীমায় পৌঁছোনোর সময় বিমানটি কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছিল। এর পর ফ্লাইটটিকে আবার লন্ডনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

সাধারণত, লন্ডন থেকে টেক্সাস যেতে ফ্লাইটটি ১০ ​​ঘণ্টা ১৫ মিনিট সময় নেয়। ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, ফ্লাইটটিতে সামান্য প্রযুক্তিগত ত্রুটির কারণে, এর মেরামতের সুবিধা শুধু লন্ডনে কোম্পানিতেই পাওয়া যায়, যার কারণে এটি ব্রিটেনে ফেরত পাঠানো হয়েছিল।

এদিকে গন্তব্যে না পৌঁছে ফের লন্ডনেই ফ্লাইট ফিরে আসায় ভয় পেয়ে গিয়েছিলেন যাত্রীরা। লন্ডনে ফিরে, ক্রু তাই আতঙ্কিত যাত্রীদের বলেছিলেন যে নিরাপত্তা ত্রুটির কারণে বিমানটিকে ফিরিয়ে আনা হয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজ যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়ে, প্রত্যেক যাত্রীকে টেক্সাসগামী অন্য একটি ফ্লাইটে স্থানান্তরিত করা হয়েছিল।

এই প্রথম নয়, এর আগেও গোলযোগের মুখে পড়েছিল ব্রিটিশ এয়ারওয়েজ। ১০ জুনের আগে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান হল্যান্ডে জরুরি অবতরণ করেছিল।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup